বাংলাদেশ

ফুটবল টো ট্যাপে ঢাবি শিক্ষার্থীর বিশ্ব রেকর্ড

ফুটবল টো ট্যাপে বিশ্ব রেকর্ড করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাগীব শাহরিয়ার। ফুটবলে টো ট্যাপ হচ্ছে, পা বা বুটের সম্মুখভাগ দিয়ে ফুটবলে ক্রমাগত টোকা দেওয়া। ঢাবি শিক্ষার্থী রাগীব মিনিটে মোট ২২০ বার টোকা দিয়েছেন। স্বীকৃতি পেয়েছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী রাগীব। তার দেশের বাড়ি ঝালকাঠি। তিনি অনেকদিন ধরে ফুটবলের এই অনুশীলনটি করে আসছিলেন। অবশেষে স্বীকৃতি মেলায় দারুণ খুশি রাগীব। পাশাপাশি তার পরিবার ও এলাকাবাসীরাও আনন্দিত।

ফুটবল টো ট্যাপে বিশ্ব রেকর্ডে এর আগের অবস্থান ছিল ২১২ বার। এবার রাগীব তা ছাড়িয়ে গেছেন। তবে পুরো প্রক্রিয়া বেশ জটিল ছিল বলে গণমাধ্যমে জানিয়েছেন তিনি। মূলত তার টো ট্যাপের ভিডিও ধারণ করা এবং তা গিনেজ ওয়ার্ল্ড রেকর্ডসে পাঠানো; সেখানে উপস্থিত প্রমাণাদি- সবকিছু মিলিয়ে এই শিক্ষার্থী জানিয়েছেন তা জটিল ছিল।

অবশেষে স্বীকৃতি মেলায় অবশ্য এখন হাসিমুখেই আছেন রাগীব, তার বন্ধুরা ও পরিবারের সদস্যরা।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন