স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়লেন স্বামী
স্বামীর মারধরে অতিষ্ঠ হয়ে তাকে তালাক দিয়েছেন স্ত্রী হাফসা আক্তার। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে স্ত্রীর মুখে অ্যাসিড ছুঁড়ে মারেন স্বামী হুমায়ুন কবির বাকি। এতে ওই নারীর মুখ অ্যাসিডে ঝলসে গেছে। ভুক্তভোগী নারী বর্তমান ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
গেলো শুক্রবার (৫ জুলাই) রাতে নেত্রকোনার কেন্দুয়ায় কান্দিউড়া ইউপির ব্রাম্মনজাত গ্রামে এ ঘটনা ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান।
স্থানীয়রা জানান, ১৭ বছর আগে এ দম্পতির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পরে স্বামীর শারীরিক সমস্যার কারণে তাদের দাম্পত্যজীবনে কলহ শুরু হয়। গত ঈদের পরের দিন হাফসা আক্তার তার বাবার বাড়িতে চলে আসে। এক পর্যায়ে গত গেলো ৪ জুলাই কাজী অফিসে গিয়ে স্বামীকে তালাক দেন। এই খবর পেয়ে ক্ষুব্ধ হয়ে পরদিন রাতে বাড়িতে গিয়ে হাফসার মুখে অ্যাসিড ছুঁড়ে মারে। এতে তার মুখের এক পাশ ঝলসে যায়।
ভুক্তভোগী হাফসা আক্তার জানান,১৭ বছর দাম্পত্য জীবনে তাদের কোনো সন্তানাদি নেই। বার বার বলার পরে তাঁর স্বামী শারীরিক সমস্যার চিকিৎসা করে না। উল্টো তাকে বেধড়ক মারপিট করে।শ্বশুর বাড়ির লোকজনও তাকে নির্যাতন করতো। তার পৈশাচিক আচারণের অতিষ্ঠ হয়ে তাকে তালাক দেয়া হয়। এই খবর পেয়ে ৫ জুলাই রাতে খাবার খাওয়ার সময় ইনজেকশনের সিরিজ দিয়ে তাঁর নাক-মুখে অ্যাসিড নিক্ষেপ করে তাঁর স্বামী পালিয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ওই নারীর মুখে দাহ্য জাতীয় পদার্থ ছু্ড়ে মারা হয়েছে। এতে তার মুখের একপাশ ঝলসে গেছে। তবে সেটা অ্যাসিড কিনা এখনও বলা যাচ্ছে না।
প্রসঙ্গত, অভিযুক্তকে আটকে অভিযান চলছে। এ ঘটনায় মামলা হবে বলেও জানায় পুলিশ।
আই/এ