ব্রাজিলের হয়ে ভিনির জায়গায় মাঠে নামবে এন্ড্রিক
উরুগুয়ের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচে মাঠে নামতে যাচ্ছে ব্রাজিল। যেখানে সেলেসাওদের জন্য সবচেয়ে দুঃসংবাদ ভিনিসিয়াস জুনিয়রের মাঠে না থাকা। দুইটি হলুদ কার্ড পেয়ে উরুগুয়ের বিপক্ষে নামা হচ্ছে না এই ব্রাজিলিয়ান উইঙ্গারের। ভিনিসিয়াস না থাকাতে দলটির হয়ে শুরুতেই দেখা যাবে এন্ড্রিককে।
রিয়াল মাদ্রিদের এই ১৭ বছর বয়সী ফুটবলার এখনো কোপা আমেরিকার মাঠে নামেননি। এন্ড্রিকের মাঠে নামার বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাজিল কোচ দরিভাল জুনিয়র। কোচ বলেন, 'আমরা একজন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে হারিয়েছি। তবে আমরা আরেকজন তরুণের সুযোগ দেখার জন্য। সম্ভবত এটা এন্ড্রিকের জ্বলে ওঠার সময়।'
এদিকে উরুগুয়ে কোচ মার্সেলো বিয়েসলা ভিনিসিয়াস এর না থাকায় খুব বেশি পার্থক্য দেখছেন না। ব্রাজিল দলকে তিনি এর চেয়েও বড় মনে করেন। যেখানে অনেক উইঙ্গার আছে মাঠে নামানোর মতো।
উরুগুয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে। অন্যদিকে কলম্বিয়ার কাছে ১-১ গোলে ড্র করে ব্রাজিল হয়েছে গ্রুপ রানারআপ। ফেভারিট হিসেবে দর্শকেরা উরুগুয়েকে রাখতে চাচ্ছে। দলটি গ্রুপ পর্বের সব ম্যাচ জিতে এই পর্যায়ে এসেছে। সত্যি বলতে দারুণ খেলা উপহার দিচ্ছে তারা। আর ব্রাজিলকে দেখতে অনেকটা ছন্নছাড়া বলেই মনে হচ্ছে টুর্নামেন্ট জুড়ে।
এম/এইচ