ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্টকে অভিনন্দন জানালেন পুতিন
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৬ জুলাই) মস্কো টাইমস এক প্রতিবেদনে এ তথ্য জানায়।
পুতিন তাঁর অভিনন্দন বার্তায় বলেন, ‘আমি আশা করি যে প্রেসিডেন্ট হিসাবে আপনার মেয়াদ আমাদের বন্ধুত্বপূর্ণ জনগণের মধ্যে গঠনমূলক দ্বিপাক্ষিক সহযোগিতাকে শক্তিশালী করতে অবদান রাখবে।’
শুক্রবার (৫ জুলাই) ইরানে দ্বিতীয় দফায় (রানঅফ) প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে দেশটির সংস্কারবাদী নেতা মাসুদ পেজেশকিয়ান ১ কোটি ৬৩ লাখ ৮৪ হাজার ৪০৩ ভোট পেয়ে প্রেসিডেন্ট নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দী কট্টরপন্থী সাঈদ জালিলি পান ১ কোটি ৩৫ লাখ ৩৮ হাজার ১৭৯ ভোট।
ইরানে ২০২৫ সালে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। তবে দেশটির প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হলে আগাম নির্বাচনের প্রয়োজন দেখা দেয়।
গেলো ২৮ জুন ইরানে প্রথম দফায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে সেসময় কেউ ৫০ শতাংশ ভোট না পাওয়ায়, নির্বাচন রান অফে (দ্বিতীয় দফা) গড়ায়।
এনএস/