টাইব্রেকারে হেরে কোপা থেকে বিদায় ব্রাজিলের
আরও একটি টাইব্রেকার, আরও একবার বিদায় ব্রাজিলের। বিশ্বকাপের পর এবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে হেরে বিদায় নিলো ব্রাজিল।
উরুগুয়ের বিপক্ষে নির্ধারিত সময় গোলশুন্য থাকে ব্রাজিল। কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনালে অতিরিক্ত সময় না থাকায় নির্ধারিত সময় পরেই ম্যাচ গড়ায় টাইব্রেকারে। পেনাল্টি শ্যুটআউটে প্রথম কিকে গোল করেন ফেদে ভালভারদে। তবে ব্রাজিলের হয়ে মিস করেন এডার মিলিটাও।
পরের দুটি শটেই গোল করে উরুগুয়ে। ব্রাজিলের হয়ে দ্বিতীয় শটে আন্দ্রেস পেরেইরা গোল করতে পারলেও তৃতীয় শটে মিস করেন ডগলাস লুইস।
উরুগুয়ের চতুর্থ শট ঠেকিয়ে দেন এলিসন বেকার। ব্রাজিলের হয়ে চতুর্থ শটে গোল করেন গ্যাব্রিয়েল মারটিনাল্লিও।
তবে উরুগুয়ের নেওয়া পঞ্চম শটনি এলিসন ঠেকাতে না পারায় ৪-২ গোলে নিষ্পত্তি হয় টাইব্রেকার।
সেমিফাইনালে উরুগুয়ের প্রতিপক্ষ কলম্বিয়া।