আর্কাইভ থেকে দেশজুড়ে

নাটোরে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত

নাটোর-বগুড়া মহাসড়কের দিঘাপতিয়া নৌকার মোড়ে বঙ্গবন্ধুর ম্যুরালের বিপরীতে সড়ক দূর্ঘটনায় আব্দুর রাজ্জাক রাজু নামে সোনালী ব্যাংকের এক সিনিয়র অফিসার নিহত হয়েছেন। 

সোমবার সকালে এ দূর্ঘটনা ঘটনা ঘটে। 

জানা যায়, আব্দুর রাজ্জাক তার কর্মস্থলে যাওয়ার জন্য বাসের জন্য অপেক্ষা করছিলেন। দ্রুতগতির কোন ট্রাক বা বাস তাকে পেছন থেকে ধাক্কা দিয়ে থাকতে পারে বলে সবার ধারণা। তবে অনেকেই মনে করছেন চলন্ত কোন বাসে উঠতে গিয়েও তিনি ছিটকে পড়তে পারেন। রাজু সোনালী ব্যাংকের বড়াইগ্রামের বনপাড়া শাখায় কর্মরত ছিলেন। সে দিঘাপতিয়া ইউনিয়নের শিব্দুরগ্রামের নাদের আলীর ছেলে।

স্থানীয় ইউপি সদস্য ইউনুস আলী জানান, প্রতিদিনই তিনি বাড়ি থেকে এসে ওই খানে বাসের জন্য অপেক্ষা করতো। ওখান থেকে বাস যোগে তার কর্মস্থলে যেতো। সকালের দিকে ওই জায়গাটা লোকজন কম থাকে। ওই সময়ে একটি মরদেহ মাটিতে ধুলিবালু মাখা অবস্থায় পড়ে থাকতে দেখে এলাকার লোকজন পুলিশে খবর দেয়। পুলিশ মরদেহ উদ্ধার করে মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এস

এ সম্পর্কিত আরও পড়ুন