বিশ্বের জঘন্য অপরাধীকে আলিঙ্গন করেছেন মোদি: জেলেনস্কি
ইউক্রেনের রাজধানী কিয়েভের একটি শিশু হাসপাতালে রাশিয়ার সেনাবাহিনীর হামলায় অন্তত ৪১ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন শতাধিক মানুষ।
সোমবার ( ৮ জুলাই) চালানো এই হামলা সাম্প্রতিক সময়ে ইউক্রেনে রাশিয়ার চালানো সবচেয়ে ভয়াবহ হামলাগুলোর মধ্যে একটি।
রুশ বাহিনী যখন এই ভয়াবহ হামলা চালিয়েছে তখন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করছিলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
যুদ্ধের মধ্যে রাশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে বৈঠককে ভালোভাবে নেননি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
মোদির কড়া সমালোচনা করে মঙ্গলবার এক্সে একটি পোস্ট করেছেন তিনি। এতে তিনি পুতিনকে জঘন্য অপরাধী হিসেবে অভিহিত করেছেন। জেলেনস্কি দাবি করেছেন, পুতিনের সঙ্গে মোদির মতো নেতার বৈঠক শান্তি প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করছে।
এনএস/