আন্তর্জাতিক

মাঝ আকাশে খুলে গেলো চাকা, অতঃপর বিমানে যা ঘটলো

আগে বলা হতো উড়োজাহাজ ভ্রমণ মানেই নিরাপদ যাত্রা। সম্প্রতি বেশ কটি দুর্ঘটনার কারণে বিশ্বজুড়ে আকাশ পথে সফর ক্রমশ আতঙ্কের অন্য নাম হয়ে উঠেছে। কখনও মাঝ আকাশে টার্বুলেন্সের ফাঁদ, জ্বালানি শেষ হয়ে যাওয়া, নয়তো বিমানের দরজা খুলে যাওয়া, নয়তো কোথাও নিছক গাফিলতি। এবার তেমনই এক ঘটনার ছবি ধরা পড়ল মার্কিন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে।

সোমবার(৮ জুলাই) যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কলোরাডো অঙ্গরাজ্যের ডেনভার বিমানবন্দরের উদ্দেশ্যে টেকঅফ করেছিল ইউনাইটেড এয়ারলাইন্সের ওয়ান জিরো জিরো ওয়ান ফ্লাইটটি। তবে টেকঅফের কয়েক সেকেন্ড পরই মাঝ আকাশে বোয়িং সেভেন ফাইভ সেভেন টু জিরো জিরো উড়োজাহাজটির একটি চাকা খুলে মাটিতে আছড়ে পড়ে। সেই ঘটনার ভিডিও এরইমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

টেক অফের পর উড়োজাহাজের চাকা খসে যাওয়ার ঘটনায় আশঙ্কা তৈরি হয়।চাকা ছাড়া কীভাবে নিরাপদে উড়োজাহাজটি নিজের গন্তব্যস্থলে অবতরণ করবে? পরে অবশ্য এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, উড়োজাহাজটি নিরাপদে ডেনভার বিমানবন্দরে অবতরণ করেছে। উড়োজাহাজে থাকা ক্রুসহ সব যাত্রী নিরপদে আছেন। হতাহতের  ঘটনা ঘটেনি।

চাকা পড়ে যাওয়ার ভাইরাল ভিডিয়োতে দেখা যায়, টেকঅফ করার কয়েক মুহূর্ত পরই পেছনের সারির থেকে একটি চাকা পড়ে যায় নিচে। ইউনাইটেড এয়ারলাইন্স কর্তৃপক্ষ জানায়, উড়োজহাহাজের পেছনে দু'দিকে একাধিক চাকা থাকায় অবতরণের সময় ব্যালেন্সে কোনও সমস্যা হয়নি। তাই বিমানটি নিরাপদে অবতরণ করতে পেরেছিল। তবে এই ক্ষেত্রে বড়সড় দুর্ঘটনার ঝুঁকি ছিলো বলে জানায় এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

ইউনাইটেড এয়ারলাইন্সের এক মুখপাত্র জানান, বিমান থেকে পড়ে যাওয়া চাকাটি পরে লস অ্যাঞ্জেলেস থেকে উদ্ধার করা হয়েছে। এদিকে কী কারণে এমন একটি ঘটনা ঘটল, তাও খতিয়ে দেখা হচ্ছে।

একাধিক দুর্ঘটনা আর কেলেঙ্কারিতে বেশ আলোচিত-সমালোচিত বিশ্বের বৃহত্তম মার্কিন উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। ২০১৮ ও ২০১৯ সালে বোয়িং সেভেন থ্রি সেভেন ম্যাক্স মডেলের দুইটি ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় বিমানের ৩৪৬ জন আরোহী নিহত হন।

পাঁচ বছর আগের ইন্দোনেশিয়া এবং ইথিওপিয়াতে সংঘটিত ওই দুই দুর্ঘটনায় ব্যাপক সমালোচনার মুখে পড়ে বোয়িং কোম্পানি। বড় ধররে সংকটে পড়ে যায়। প্রায় এক বছর সারা বিশ্বে এই উড়োজাহাজের চলাচল বন্ধ ছিল।

সম্প্রতি বোয়িং সেভেন থ্রি সেভেন উড়োজাহাজের ওই দুই দুর্ঘটনার দায় স্বীকার করেছে সংস্থাটি।  রোববার(৭ জুলাই) মার্কিন অঙ্গরাজ্য টেক্সাসে জমা দেওয়া আদালতের নথি মতে, ম্যাক্স মডেলের উড়োজাহাজকে ফ্লাইট পরিচালনার সনদ দেওয়ার সময় ‘যুক্তরাষ্ট্রকে প্রতারণা করার চক্রান্তের’ অভিযোগে, দায় স্বীকার করেছে বোয়িং।

মার্কিন বিচার বিভাগের সঙ্গে বোয়িংয়ের চুক্তি অনুযায়ী, এই দুই দুর্ঘটনায় প্রতারণার ফৌজদারি অভিযোগ মেনে নিয়েছে উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠানটি। দায় স্বীকার করায় বোয়িংকে মোটা অংকের জরিমানা করা হয়েছে। ২৪ কোটি ৩৬ লাখ মার্কিন ডলার জরিমানাও দিতে হচ্ছে বোয়িং কোম্পানিকে। আর এরই মাঝে ফের বোয়িং বিমানের এমন সমস্যা দেখা দিল।

চলতি বছরের মার্চ মাসেও এই একই ধরনের ঘটনা ঘটেছিল। বোয়িং ত্রিপল সেভেন টু জিরো জিরো উড়োজাহাজটি স্যান ফ্রান্সিস্কো থেকে টেকঅফ করেছিল জাপানের ওসাকা যাওয়ার উদ্দেশে। পরে সেই উড়োজাহাজটির পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। লস অ্যাঞ্জেলেস বিমানবন্দরে সেই বিমানের জরুরি অবতরণ করানো হয়েছিল। ওইসময় উড়োজাহাজটি থেকে চাকা পড়ে গিয়ে স্যান ফ্রান্সিস্কো বিমানবন্দরের পার্কিংয়ে পড়ে। এতে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েকটি গাড়ি।

এমআর//

এ সম্পর্কিত আরও পড়ুন