আর্জেন্টিনার প্রতিপক্ষ নিশ্চিত হবে আগামীকাল
কোপা আমেরিকার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। এবার প্রতিপক্ষ খোঁজার পালা। ফুটবলপ্রেমীদের খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না। উরুগুয়ে ও কলম্বিয়া ম্যাচের মধ্য দিয়ে নিশ্চিত হয়ে যাবে আরেক ফাইনালিস্ট। বাংলাদেশ সময় আগামীকাল (১১ জুন) ভোর ৬ টায় মুখোমুখি হতে যাচ্ছে উরুগুয়ে-কলম্বিয়া।
উরুগুয়ে দলটির সামনে ২২তম বারের মতো ফাইনালে ওঠার সুযোগ দেখা দিয়েছে। আর কলম্বিয়ার সামনে তা তৃতীয়বারের মতো। পুরো টুর্নামেন্ট জুড়ে উরুগুইয়ান ফুটবলাররা যেভাবে খেলেছে, পারফর্ম করেছে- তাতে এগিয়ে থাকছে তারা।
তবে কলম্বিয়া তো আর কম যায় না। এই দলও সেমি নিশ্চিত করেছে ফুটবলের দারুণ প্রদর্শনী দেখিয়ে। ফিফা র্যাংকিংয়ের ১৩ নম্বর এই দলটি উরুগুয়ের প্রতিপক্ষ হিসেবে মোটেও সহজ হবে।
উরুগুয়ে ও কলম্বিয়া এখন পর্যন্ত ৪৫ বার মুখোমুখি হয়েছে। যার মধ্যে ২০ বার জয়ী হয়েছে উরুগুয়ে। অন্যদিকে ১৪ বার জিতেছে কলম্বিয়া। দুই দলের ১১ টি ম্যাচ ড্র হয়েছে।
ফাইনালে কোন দলকে প্রতিপক্ষ হিসেবে পেতে যাচ্ছে আর্জেন্টিনা, কিছুটা সময়ের অপেক্ষায় তা জানা যাবে।
এম/এইচ