দেশজুড়ে

রেললাইনে হাত-পা বাঁধা লাশ, হত‍্যাকাণ্ডে জড়িত বন্ধু আটক

কক্সবাজারের রামুর রশিদনগরে গেলো (৬ জুলাই) রেললাইনের পাশে হাত পা বাঁধা অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধারের ঘটনায় নিহতের বন্ধু ও ব্যবসায়ীক পার্টনারকে আটক করেছে র‌্যাব।

গেলো মঙ্গলবার (৯ জুলাই) বিকেলে সদরের লিংকরোড এলাকা থেকে বন্ধু ও ব্যবসায়ীক পার্টনার মোহাম্মদ শাহেদকে আটক করা হয়। লিংকরোডে ভিশন ইলেক্ট্রনিকস নামে একটি যৌথ ব্যবসা রয়েছে নিহত আব্দুল্লাহ আল মামুন ও মোহাম্মদ শাহেদের।

আটক শাহেদের বাড়ি কক্সবাজার শহরের ঝাউতলা এলাকায়।

র‌্যাবের দাবি, মামুনের মোবাইলে শাহেদের প্রেমিকার সাথে থাকা আপত্তিকর ভিডিও ও ছবি দিতে অস্বীকৃতি জানান। ফলে বন্ধু মামুনকে ১ লাখ টাকার বিনিময়ে ভাড়াটে খুনি দিয়ে পরিকল্পিতভাবে হত্যা করেছেন শাহেদ।

শাহেদের স্বীকারোক্তির তথ্যমতে, শাহেদের সাথে ঈদগাঁও এলাকার এক নারীর প্রেমের সম্পর্ক ছিলো। ওই নারীকে মামুনও পছন্দ করতো। প্রেমের সম্পর্ক চলাকালীন প্রেমিকার সাথে শাহেদ তার নিজের মোবাইলে আপত্তিকর ভিডিও ও ছবি ধারণ করে। কিন্তু এক পর্যায়ে প্রেমের সম্পর্ক ভেঙে গেলে ওই নারী দাবী করে বসেন, ছবি ও ভিডিওগুলো ডিলেট করে দেয়ার। কিন্তু শাহেদ সেগুলো ডিলেট করে দেয়ার আগে বন্ধু ও ব্যবসায়ীক পার্টনার মামুনের মোবাইলে পাঠিয়ে দেয়। পরে মামুনের কাছ থেকে ওই ভিডিওগুলো ফেরত চাইলে শাহেদকে দিতে অস্বীকৃতি জানায়।

র‌্যাব জানায়, এ নিয়ে দুইজনের মধ্যে বিরোধ শুরু হয়। এই বিরোধের জেরে দীর্ঘদিন পর পরিকল্পিতভাবে মামুনকে মোটরসাইকেলে করে ঈদগাঁও’র কালিরছড়া নিয়ে গিয়ে ভাড়াটে খুনির হাতে তুলে দেয়। তারা মামুনকে হত্যা করে রশিদনগরের রেললাইনের পাশে ফেলে দেয়। এই ঘটনায় জড়িত অন্যান্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন