আর্কাইভ থেকে বাংলাদেশ

প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে দুজন কাউন্সিলিংয়ের শিক্ষক থাকবে: শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা রোধ করতে সব শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুইজন কাউন্সিলিং এর শিক্ষক রাখা হবে। আর এজন্যই সারাদেশে দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে চাঁদপুরের হাইমচরে নদীভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে প্রধানমন্ত্রীর পুনর্বাসন সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে অংশ নিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

অভিভাবকদের উদ্দেশ্যে মন্ত্রী বলেন, অভিভাবকদের বলবো, এই বয়সী ছেলে-মেয়েরা অনেক সংবেদনশীল। তাই সংবেদনশীল মন নিয়েই তাদের সমস্যাগুলো দেখতে হবে, বুঝতে হবে। তাছাড়া মেয়েরা অনেক সময় ইভটিজিংয়ের শিকার হয়। সেই সমস্যা যদি তারা পরিবার ও শিক্ষকদের বলতে না পারে, তখনই কিন্তু তাদের চাপা আবেগের বহিঃপ্রকাশ ঘটে আত্মহননের মধ্য দিয়ে।

শিক্ষামন্ত্রী আরও বলেন, হেল্প লাইনের পাশাপাশি শিক্ষার্থীদের আত্মহত্যা প্রবণতা রোধে প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে কমপক্ষে দুইজন কাউন্সিলিং এর শিক্ষক রাখা হবে। এ জন্য সারাদেশে দুই লাখ শিক্ষককে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। আমরা আশাকরি কাউন্সিলিং এর মাধ্যমে আমরা শিক্ষার্থীদের সমস্যাগুলো দূর করতে পারবো।

তাসনিয়া রহমান

এ সম্পর্কিত আরও পড়ুন