জাতীয়

পুলিশি বাঁধা পেরিয়ে শাহবাগে শিক্ষার্থীরা

সরকারি চাকরিতে ৫ শতাংশের বেশি কোটা বাতিলের একদফা দাবিতে চতুর্থ দিনের মতো আন্দোলন চলছে।  ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পুলিশি বাঁধা পেরিয়ে  এই মুহুর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা। বর্তমানে শাহবাগে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১১ জুন) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল নিয়ে পরে শাহবাগে পুলিশি বাঁধা পেরিয়ে  শাহবাগে অবস্থান নেয় শিক্ষার্থীরা।

এর আগে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড় অবরোধ করতে গিয়েছিলেন ঢাকা কলেজ ও ইডেন মহিলা কলেজের শিক্ষার্থীরা। সেখানে বাঁধা পেয়ে। মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যান তাঁরা।

পরে পুলিশি ব্যারিকেড ভেঙে বর্তমানে রাজধানীর শাহবাগ থেকে ইন্টারকন্টিনেন্টাল পর্যন্ত অবস্থান নিয়েছেন শিক্ষার্থীরা।

সরকারি চাকরির নিয়োগে কোটা পদ্ধতির সংস্কার এবং ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবিতে সারাদেশে ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে রাজধানীসহ সারাদেশে  অবরোধ করার কর্মসূচি দেয় শিক্ষার্থীরা।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন