রাতে প্রকাশিত হচ্ছে একাদশে ভর্তির শেষ ধাপের ফল
চলতি বছরের একাদশ শ্রেণিতে ভর্তির তৃতীয় বা শেষ ধাপের ফল প্রকাশ করা হবে আজ রাতে। আবেদনকারীদের নিবন্ধিত মোবাইল নম্বরে এসএমএস করে ফল জানিয়ে দেয়া হবে। এছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির ওয়েবসাইটে গিয়েও ফল জানতে পারবেন শিক্ষার্থীরা।
শুক্রবার (১২ জুলাই) রাতে এ ফল প্রকাশ করা হবে বলে ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানায়, আজ রাত ৮টায় একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে তৃতীয় ধাপে আবেদন করা শিক্ষার্থীরা কে কোন কলেজ পেলেন, তা জানানো হবে। একইসঙ্গে এদিন দ্বিতীয় ধাপের মাইগ্রেশনের তালিকাও প্রকাশ করা হবে।
ভর্তি নীতিমালা অনুযায়ী, তিন ধাপে নির্বাচিত এবং সফলভাবে নিশ্চায়ন করা শিক্ষার্থীদের আগামী ১৫ থেকে ২৫ জুলাইয়ের মধ্যে ভর্তি হতে হবে। এরপর ৩০ জুলাই আনুষ্ঠানিকভাবে সারা দেশে একযোগে একাদশ শ্রেণিতে ক্লাস শুরু হবে।
প্রসঙ্গত, তৃতীয় বা শেষ ধাপে আবেদন প্রক্রিয়া শুরু হয় গেলো ৯ জুলাই, যা শেষ হয় ১০ জুলাই রাত ৮টায়।
আই/এ