বুর্জ খলিফায় রানি এলিজাবেথকে শ্রদ্ধা নিবেদন
সংযুক্ত আরব আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে অবস্থিত বিশ্বের সবচেয়ে বড় ভবন বুর্জ খলিফা। আর এই বুর্জ খলিফায় রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানানো হয়। বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি রানির ছবি বিশেষভাবে প্রদর্শন করে। গেলো রোববার বুর্জ খলিফা একটি বিশেষ লাইটশোর মাধ্যমে রানি দ্বিতীয় এলিজাবেথকে শ্রদ্ধা জানায়।
টুইটারে বুর্জ খলিফা পেজে শেয়ার করা একটি ভিডিওতে দেখানো হয়েছে যে, বিশ্বের সবচেয়ে উঁচু ভবনটি ইউকে পতাকা অনুসরণ করে রানির ছবি প্রদর্শন করেছে।
গেলো বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রানি দ্বিতীয় এলিজাবেথ ৯৬ বছর বয়সে মারা গেছেন।
৭০ বছর ধরে ব্রিটেনের রানি হিসেবে দায়িত্ব পালন করেন তিনি। রানি গেলো বছরের অক্টোবর থেকে স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন যা তাকে হাঁটা এবং দাঁড়াতে অসুবিধায় ফেলেছিল।