৯ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক
রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ প্রায় ৯ ঘণ্টা বন্ধ থাকার পর স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে লাইনচ্যুত বগির উদ্ধারকাজ ও লাইন মেরামতের পর ফের রেল চলাচল শুরু হয়।
বিষয়টি নিশ্চিত করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার।
তিনি জানান, সোমবার রাত পৌনে ১০টার দিকে পঞ্চগড়গামী বাংলাবান্দা এক্সপ্রেসে চারঘাট উপজেলার সরদহ স্টেশনের ১ নম্বর লাইনে ঢোকার সময় শেষ বগি লাইনচ্যুত হয়ে ২ নম্বর লাইনের ওপর উঠে পড়ে। তবে এতে কেউ হতাহত হননি। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে পড়ে।
অসীম কুমার জানান, বৃষ্টির কারণে উদ্ধারকাজ কিছুটা ব্যাহত হয়েছে। ভোর পৌনে ৬টার দিকে বগির উদ্ধারকাজ শেষ হয়। এরপর লাইন মেরামত করে ৬টা ৫০ মিনিটে চালু করা হয়। সকাল ৭টায় নির্ধারিত সময়ে বনলতা এক্সপ্রেস ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে। এখন সব ট্রেনই চলাচল করবে।
তাসনিয়া রহমান