ইংল্যান্ডকে হারিয়ে ইউরো চ্যাম্পিয়ন স্পেন
ইংল্যান্ডের ৫৮ বছরের অপেক্ষার অবসান ঘটলো না। বার্লিনের অলিম্পিক স্টেডিয়ামে ১২ বছর পর আবার ইউরোপ সেরার মুকুট উদ্ধার করলো স্পেন।
ইউরোর ফাইনালে প্রথমার্ধের গতিহীন ফুটবল পালটে যায় দ্বিতীয়ার্ধে। বিরতির পর দ্বিতীয় মিনিটেই ইয়ামাল-উইলিয়ামস জুটিতে গোল পায় স্পেন। ডান দিক থেকে কারভাহালের বাড়ানো বল পেয়ে বক্সের অন্য দিকে থাকা উইলিয়ামসকে পাস বাড়ান লামিনে ইয়ামাল। বিনা বাধায় দারুণ কোনাকুনি শটে বল জালে পাঠান নিকো উইলিয়ামস।
৭৩ মিনিটে ইংল্যান্ডকে সমতায় ফেরান বদলি হিসেবে নামা কোল পালমার। ডান পাশ থেকে সাকা বল বাড়ান বক্সের ভেতর থাকা জুড বেলিংহামকে। বল পেয়ে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার পাঠিয়ে দেন পেছনে থাকা পালমারকে। ২২ গজ দূর থেকে চেলসি মিডফিল্ডারের দুর্দান্ত আটকাতে পারেননি উনাই সিমন।
৮৬ মিনিটে অধিনায়ক আলভারো মোরাতার বদলি নামা মিকেল ওইয়ারসাবাল জয়সূচক গোল এনে দেন স্পেনকে। কুকুরেয়ার ক্রস থেকে ওইয়ারসাবাল স্তব্দ করে দেন ইংলিশ সমর্থকদের।
ইংল্যান্ড ম্যাচে ফেরার সুযোগ পেয়েছিলো নির্ধারিত সময়ের শেষ দিকে। পালমারের কর্নার থেকে আসা বল হেড করেন ডেক্লান রাইস। উনাই সিমন সেই হেড ফিরিয়ে দিলে ফিরতি বলে হেড করেন মার্ক গুয়েহি। এবার একেবারে গোললাইন থেকে ফিরিয়ে দেন দানি ওলমো।
এরপর আর ম্যাচে ফিরতে পারেনি ইংল্যান্ড। বার্লিনের অলিম্পিক স্টেডিয়াম ভাসে লাল উচ্ছ্বাসে।