আন্তর্জাতিক

কাশ্মিরে মেজরসহ ৪ ভারতীয় সেনা নিহত

ভারতশাসিত জম্মু-কাশ্মিরে বিচ্ছিন্নতাবাদীদের সাথে ভারতীয় সেনাবাহিনীর বন্দুক যুদ্ধে মেজরসহ ৪ সেনা নিহত হয়েছে। হামলায় আহত হয়েছেন কমপক্ষে আরও পাঁচজন সেনাসদস্য।

মঙ্গলবার (১৬ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি

প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার জম্মু ও কাশ্মিরের ডোডা জেলায় বিচ্ছিন্নতাবাদীদের সাথে সংঘর্ষে একজন অফিসারসহ চার ভারতীয় সৈন্য নিহত হয়েছে। সেনাবাহিনীর তল্লাশি অভিযানের সময় বিচ্ছিন্নতাবাদীদের পাল্টা হামলায় প্রাণহানির এই ঘটনা ঘটে।

ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতীয় সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদীর সঙ্গে এ বিষয় নিয়ে কথা বলেছেন। ডোডার পরিস্থিতি ও সেখানে চলমান অভিযানের বিষয়ে পর্যালোচনা করেছেন তিনি।

কাশ্মিরের জম্মু অঞ্চলে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয় বড় হামলার ঘটনা এটি। গেলো সপ্তাহে উপত্যকার কাঠুয়ায় বিচ্ছিন্নতাবাদীদের হামলায় ভারতীয় সেনাবাহিনীর পাঁচ সেনা নিহত হয়। ওই হামলায় আরও পাঁচজন সৈন্য আহত হয়।

এনএস/

 

এ সম্পর্কিত আরও পড়ুন