এশিয়া কাপ খেলতে দেশ ছাড়লো বাংলাদেশ
এশিয়া কাপ খেলার উদ্দেশ্যে দেশ ছেড়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। এবারের আসর অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়। আগামী ১৯ জুলাই (শুক্রবার) নারী এশিয়া কাপের আয়োজনটি শুরু হবে।
আজ (মঙ্গলবার) হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুপুর ১ টার দিকে শ্রীলঙ্কার উদ্দেশ্যে দেশ ছাড়ে বাংলাদেশ দল।
সোমবারের (১৫ জুলাই) সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি বড় সম্ভাবনা ও স্বপ্নের কথা বলে গেলেন। এশিয়া কাপে বাংলাদেশের লক্ষ্য সেমিফাইনাল খেলা। সে কথাও বলেছেন জ্যোতি। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এশিয়া কাপে নিজেদের সেরা প্রস্তুতি সেরে নিতে চাইবে তারা।
এশিয়া কাপ নিয়ে বাংলাদেশের মেয়েদের আবেগ আছে। যা তৈরি হয়েছে ২০১৮ সালের এশিয়া কাপ জয়ের পর থেকে। সবশেষ সিরিজগুলো ভালো যায়নি। তবে বিরতি দিয়ে ঘরোয়া ক্রিকেটের মাধ্যমে ছন্দে ফিরেছে অনেক ক্রিকেটার। যাদের নিয়ে আশা রাখছেন অধিনায়ক।
দলের লক্ষ্য প্রসঙ্গে জ্যোতি বলেন, 'সর্বশেষ এশিয়া কাপে আমরা সেমিফাইনালে যেতে পারিনি। এবার স্বাভাবিকভাবেই প্রথম লক্ষ্য সেমিফাইনাল। এর জন্য আমাদের প্রথম ম্যাচটা অনেক বেশি গুরুত্বপূর্ণ।'
এশিয়া কাপে বাংলাদেশ দল গ্রুপ-বি তে অবস্থান করছে। যেখানে তাদের অন্য প্রতিপক্ষগুলো হলো; শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড।
এম/এইচ