আন্দোলনকারীদের তোপের মুখে হাজী সেলিম
রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ডাক্তার দেখিয়ে বাসায় ফেরার ফেরার পথে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরতদের তোপের মুখে পড়েছেন আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য হাজী সেলিম।
আজ (বৃহস্পতিবার) সন্ধ্যায় রাজধানীর ল্যাবএইড হাসপাতাল মোড়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, ল্যাবএইড থেকে বের হওয়ার পর প্রায় ৩০০ থেকে ৪০০ আন্দোলনকারী হাজী সেলিমের গাড়ি দুটি আটকে দেয়। এ সময় হাজী সেলিমের অনুসারীদের সাথে আন্দোলনকারীদের তুমুল বাকবিতন্ডা হয়।
কথা কাটাকাটির একপর্যায়ে আন্দোলনকারীরা তার গাড়িতে হামলা চালালে সেলিম ল্যাবএইড হাসপাতালে আশ্রয় নেন। এসময় আন্দোলনকারীরা ভুয়া ভুয়া বলে স্লোগান দিতে থাকেন।
উল্লেখ্য, কোটা সংস্কারের ইস্যুতে দিনব্যাপী চলমান সংঘর্ষে দেশের বিভিন্ন স্থানে এখন পর্যন্ত ৬ জন নিহতের খবর পাওয়া গেছে।
আই/এ