ক্যাম্পাস

কর্মসূচি ছাড়াই আজকের মতো কোটা আন্দোলন স্থগিত

পরবর্তী কর্মসূচি ঘোষণা ছাড়াই আজকের মতো আন্দোলন স্থগিত ঘোষণা করেছেন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। পরবর্তী কর্মসূচি পরে জানানো হবে বলে জানিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৬ জুলাই) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার ভিসি চত্বর থেকে এ ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়কারী হাসনাত আব্দুল্লাহ।

এ শিক্ষার্থী জানান, আলোচনা করে তাঁরা পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত নেবেন। যা গণমাধ্যমকে জানিয়ে দেয়া হবে।

এর আগে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরের একদিকে দাঁড়ানো পুলিশ সদস্যদের উদ্দেশ্য ভুয়া ভুয়া শ্লোগান দেয় শিক্ষার্থীরা। এ সময় তারা পুলিশকে লাঠিপেটা না করে সরাসরি গুলি করতেও বলেন।

এ অবস্থায় পুনরায় সংঘর্ষ এড়াতে  ছাত্র আন্দোলনের সমন্বয়করা প্রেস ব্রিফিং করে আজকের মতো কর্মসূচি স্থগিত ঘোষণা করেন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন