ক্রিকেট

মুশফিকসহ ছাত্রদের পক্ষে ক্রিকেটারদের অবস্থান

সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ উত্তাল। বিশেষ করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এই আন্দোলনের প্রেক্ষিতে নানা ঘটনার জন্ম হচ্ছে। এসব নিয়ে কথা বলছেন দেশের ক্রিকেটাররাও। এবার মুশফিকুর রহিমের একটি ফেসবুক পোস্ট দেখা গেল, যেখানে তিনি তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে লিখেছেন।

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে এখন পর্যন্ত দেশে ৬ জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার(১৬ জুলাই) দেশের বিভিন্ন স্থানে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। আর বিশ্ববিদ্যালয়গুলো হয়ে গেছে আন্দোলনের মূল স্থান।

মুশফিক নিজে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে বাংলাদেশি এই ব্যাটসম্যান লিখেছেন, 'জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্র হিসেবে, আমি আমার ভাই-বোনদের উপর আর কোনো সহিংসতা দেখতে চাই না। আমার শিক্ষকরা যাঁরা অতুলনীয় সাহস দেখিয়ে তাঁদের ছাত্র-ছাত্রীদের রক্ষা করতে গিয়ে আহত হয়েছেল তাঁদের প্রতি অতল শ্রদ্ধা। এটা মেনে নেয়া কঠিন কোন ছাত্রের জন্য যে তাঁর শিক্ষক হেনেস্তা হয়েছেন। যা খুবই নিন্দনীয় বলে আমি বিশ্বাস করি। যে কোন উপায়েই হোক এই রক্তপাত বন্ধ হোক। শান্তি আসুক। সংশ্লিষ্টরা সমাধানের শান্তিপূর্ণ রাস্তা বের করবেন এটাই অনুরোধ।  আল্লাহ আমাদের ঠিক পথে পরিচালিত হওয়ার তৌফিক দান  করুন। আমিন।'

শুধু মুশফিক নন। এমন পরিস্থিতে ছাত্রদের পক্ষে লিখেছেন; তাওহিদ হৃদয়, শরিফুল ইসলাম, নুরুল হাসান সোহান, তানজিদ হাসান তামিম, মুনিম শাহরিয়াররা।

এ সম্পর্কিত আরও পড়ুন