বিনোদন

ভিকি-তৃপ্তির একাধিক চুম্বনের দৃশ্য বাতিল

মুক্তির অপেক্ষায় ভিকি কৌশল ও তৃপ্তি দিমরির ‘ব্যাড নিউজ।’ প্রথমবারের মতো জুটি বেঁধে একসঙ্গে কাজ করছেন দুজন। আর এই জুটিকে ঘিরে দর্শক উন্মাদনা বেশ ভালই লক্ষ্য করা যাচ্ছে। পর্দায় তাদের রোমান্স দেখার অপেক্ষায় দর্শকরা।

তবে মুক্তির আগেই সিনেমাটির একাধিক দৃশ্যে কাঁচি চালাল সেন্সর বোর্ড।

জানা গেছে, সেন্ট্রাল বোর্ড অব ফিল্ম সার্টিফিকেশন (সেন্সর বোর্ড) ব্যাড নিউজ সিনেমার একাধিক অন্তরঙ্গ দৃশ্য বাদ দিয়েছে। মূলত তিনটি চুম্বন দৃশ্য বাদ দেওয়া হয়েছে সিনেমাটি থেকে। এর মধ্যে প্রথম যে চুম্বন দৃশ্য বাদ গিয়েছে সেটি ৮ সেকেন্ডের ছিল।

পরের দৃশ্যটি ৯ এবং শেষেরটি ১০ সেকেন্ডের ছিল। সব মিলিয়ে ২৭ সেকেন্ডের চুম্বন দৃশ্য বাদ দেওয়া হয়েছে ব্যাড নিউজ থেকে, যা স্বাভাবিকভাবেই ভিকি কৌশল এবং তৃপ্তি দিমরির ভক্তদের জন্য ব্যাড নিউজ।

কিছুদিন আগেই মুক্তি পেয়েছে সিনেমার গান যেখানে বেশ ঘনিষ্টতা দেখানো হয়েছে দুজনের মধ্যে। বেশ খোলামেলাভাবেই হাজির হয়েছেন তৃপ্তি। অ্যানিমেলের পর আবারও পর্দায় নিজের উষ্ণতা ছড়াতে যাচ্ছেন অভিনেত্রী।

আনন্দ তিওয়ারি পরিচালিত ‘ব্যাড নিউজ’-এ অভিনয় করেছেন ভিকি কৌশল, তৃপ্তি দিমরি ও অ্যামি ভির্ক। নেহা ধুপিয়াকেও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে। করণ জোহরের ধর্মা প্রোডাকশন হাউজ এটির প্রযোজনা করেছে।

১৯ জুলাই মুক্তি পাবে সিনেমাটি।

এসআই/

এ সম্পর্কিত আরও পড়ুন