আর্কাইভ থেকে বাংলাদেশ

বাসের ধাক্কায় প্রাণ গেলো অটোরিকশার দুই যাত্রীর

কুমিল্লায় বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী মারা গেছেন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

নিহতরা হলেন- কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়নের কিছমত গ্রামের মৃত সিরাজুল ইসলামের ছেলে জয়নাল আবেদীন (৩৫) ও একই উপজেলার দুর্লবপুর গ্রামের আলফু মিয়ার ছেলে ইমরান হোসেন (৩০)। তাৎক্ষণিকভাবে আহতদের নাম জানাতে পারেনি পুলিশ।

বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকালে পদুর বাজার রেলওয়ে ওভারপাস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনায় ঘটে। বিষয়টি নিশ্চিত করেন ময়নামতি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস।

তিনি জানান, আজ সকাল ৮টার দিকে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ইকনো পরিবহনের একটি বাস ওই এলাকায় বিপরীত দিক থেকে আসা ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে জয়নাল আবেদীন ও ইমরান হোসেন নিহত হন। এসময় আহত হয়েছেন আরও দুজন।

তিনি আরও বলেন, খবর পেয়ে হাইওয়ে পুলিশ বাসটিকে থানায় নিয়ে যায়। তবে চালক-হেলপারকে আটক করা যায়নি। মরদেহ উদ্ধার করে থানায় রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে।

তাসনিয়া রহমান

 

এ সম্পর্কিত আরও পড়ুন