৪ ছাত্রলীগ নেতার পদত্যাগ
সারা দেশে চলমান কোটা সংস্কার আন্দলোনে কর্মীদের মারধরের ঘটনার প্রতিবাদে নরসিংদীতে ৪ ছাত্রলীগের নেতা পদত্যাগ করেছেন। তাদের নিজ নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক একাউন্ট থেকে পৃথক পৃথক ঘোষণা দিয়ে পদত্যাগ করেন তারা।
বুধবার (১৭জুলাই) তাদের ঘোষণা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে।
পদত্যাগ করা নেতারা হলেন- নরসিংদী শহর ছাত্রলীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন ইসলাম ইফতি, যুগ্ম সাধারণ সম্পাদক রাইয়াফ করিম সরকার, নরসিংদী সদর উপজেলার আলোকবালী ইউনিয়ন শাখার সহ সভাপতি হাসিব আহমেদ, রায়পুরা উপজেলার রায়পুরা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুর রাব্বি।
পদত্যাগ করা নরসিংদী শহর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফারদিন ইসলাম ইফতি বলেন, "আমি ফারদিন ইসলাম ইফতি ; সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক; নরসিংদী শহর ছাত্রলীগ। বিবেকের তাড়নায় ও দেশের মানুষের স্বার্থে আমার নিজ পদবী থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিলাম।"
আরেক ছাত্রলীগ নেতা বলেন, " আমি আব্দুর রাব্বি , সাংগঠনিক সম্পাদক রায়পুরা ইউনিয়ন ছাত্রলীগ,আমি আমার পদ থেকে সজ্ঞানে অব্যাহতি নিচ্ছি। এই পদ এবং সংগঠনে আমার কোনো পরিচয় নেই , বরং ঘৃণিত এবং লজ্জিত হবো নিজেরই কাছে।"
নরসিংদী জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহ জালাল আহমেদ শাওন বলেন, "সামাজিক যোগাযোগ মাধ্যমে জানতে পেরেছি, তারা ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগ করেছেন। বিষয়টি অফিসিয়ালি জানি না, তারা কেউই আনুষ্ঠানিক পদত্যাগপত্র দেননি। বিষয়টি গুজব না হয়ে সত্যি হলে সাংগঠনিক ব্যবস্থা নেব। তবে বাংলাদেশ ছাত্রলীগে যেমন বীর সেনানী জন্ম হয়, তেমন বিশ্বাসঘাতকেরও জন্ম হয় বলে তিনি জানান।
এএম/