শনিরআখড়ায় কোটাবিরোধীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ, শিশুসহ আহত ৬
রাজধানীর শনিরআখড়ায় আজ দিনভর ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রাখার পর সন্ধ্যায় কোটা সংস্কার আন্দোলনে যুক্ত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে। এ সময় দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ সময় শর্টগানের গুলিতে শিশুসহ অন্তত ছয়জন আহত হয়েছেন।
বুধবার (১৭ জুলাই) বিকেলে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন সবজি বিক্রেতা মো. বাবলু (৪০), তার দুই বছরের ছেলে রোহিত, মনিরুল ইসলাম (২০), মো. ফয়সাল (২৭), নবম শ্রেণির ছাত্র মাহিন আহমেদ পিয়াস (১৫) ও মো. সোহাগ (২৮)।
আহতরা গণমাধ্যমে জানান, বিকেল ৪টার দিকে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় এলোপাতাড়ি গুলিতে তারা আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেয়া হয়। পরে তাদের স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।
রাত ৮টার দিকে যাত্রাবাড়ী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) গণমাধ্যমকে বলেন, শিক্ষার্থীদের ঢাল হিসেবে ব্যবহার করে স্থানীয় বিএনপি-জামায়াতের লোকজন ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেছিল। সন্ধ্যার দিকে তাদের ছত্রভঙ্গ করে দেয়া হয়। পুলিশের গুলিতে কেউ আহত হয়েছে কি না, তা তিনি জানেন না বলে দাবি করেন।
উল্লেখ্য, এদিকে রাত ৮টা পর্যন্ত ঢাকার বিভিন্ন স্থানে সংঘর্ষের সময় সাংবাদিকসহ অন্তত ৫২ জন আহত হয়ে ঢামেক হাসপাতালে চিকিৎসা নেন।
এএম/