আর্কাইভ থেকে বাংলাদেশ

বনানীতে আউটলেট উদ্বোধন করলেন সোহেল খান

সম্প্রতি বাংলাদেশে নিজের ব্যবসা শুরুর ঘোষণা দেন সালমান খান। বনানীতে তার প্রতিষ্ঠান বিয়িং হিউম্যান ক্লদিং ব্র্যান্ডের একটি আউটলেট খুলতে যাচ্ছেন বলে জানিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) এটি উদ্বোধন করলেন সালমানের ভাই ও বলিউড তারকা সোহেল খান। এর মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল প্রতিষ্ঠানটি।

দুপুর দুইটায় সোহেল খান বনানীর ১০/এ সড়কের এইচ ব্লকের ৮ নাম্বার বাড়িতে পৌঁছান। সেখানে সালমানের বিয়িং হিউম্যানের আউটলেট উদ্বোধন করেন তিনি। এরপর ঘুরে ঘুরে পরিদর্শন করেন। এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের সিইও সঞ্জিব রাও।

সালমানের এই প্রতিষ্ঠানটির পথচলা শুরু ২০১২ সালে। মানুষের পাশে দাঁড়ানোর এক মহৎ উদ্দেশ্য নিয়ে যাত্রা শুরু করে এটি। এখান থেকে আয়কৃত অর্থের লভ্যাংশের একটি অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্যের উন্নয়নে।

বিশ্বের ১৫ টি দেশের সালমানের এই প্রতিষ্ঠানের ৫০টির মতো আউটলেট রয়েছে। বাংলাদেশে এর স্বত্তাধিকারী হিসেবে আছেন আর রেহমান ও মোহাইমিন মোস্তফা।

 

বিপ্লব আহসান 

এ সম্পর্কিত আরও পড়ুন