ক্রিকেট

ইংল্যান্ডের বোলিং পরামর্শক অ্যান্ডারসন

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন জেমস অ্যান্ডারসন। এবার ইংল্যান্ড দলে গ্রহণ করলেন নতুন দায়িত্ব। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের শেষ দুই ম্যাচের জন্য বোলারদের পরামর্শক হিসেবে কাজ করবেন তিনি। আজ, বৃহস্পতিবার ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্ট ম্যাচটি শুরু হবে।

টেস্ট ক্রিকেটে তৃতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হিসেবে অ্যান্ডারসনের নাম জ্বলজ্বল করছে। তার ঝুলিতে ৭০৪ টি উইকেট। তার পেছনে কেবল আছেন শেন ওয়ার্ন ও মুত্তিয়া মুরালিধরন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে ইনিংস ও ১১৪ রানে জিতেছে ইংল্যান্ড। প্রায় দুই যুফের ক্যারিয়ার সেই ম্যাচের মধ্য দিয়ে শেষ করেছে অ্যান্ডারসন। বর্তমান ও সাবেকরা তাকে অভিনন্দন জানিয়েছেন।

ইংল্যান্ডের জার্সি তুলে রাখলেও, পুরোপুরি চলে যাওয়া হচ্ছে না এই পেসারের। বরং দলে তাকে কতটা প্রয়োজন, সেটাই বোঝা যায়। সেখান থেকেই অ্যান্ডারসনকে এবার নিয়োগ দেওয়া হয়েছে ইংলিশদের সাথে। চলমান সিরিজের শেষ দুই ম্যাচে দলের সাথে থেকে পরামর্শকের দায়িত্ব পালন করবেন।

 

এম/এইচ

এ সম্পর্কিত আরও পড়ুন