তাইজুলের বোলিং তোপের পর আবারও ব্যাটিংয়ে বাংলাদেশ
'তাইজুল ইসলাম একাই শিকার করেছেন ৫ উইকেট'
কলম্বো টেস্টের তৃতীয় দিনটা এখন পর্যন্ত নিজেদের দখলে রেখেছে বাংলাদেশ। আজ মধ্যাহ্ন বিরতির পর লঙ্কানদের ৪৫৮ রানে অলআউট করেছে তারা। তাইজুল ইসলাম একাই শিকার করেছেন ৫ উইকেট। নতুন ইনিংসে ব্যাট করছেন ওপেনার সাদমান ইসলাম ও এনামুল হক। লঙ্কানদের দেওয়া ২১১ রান পেরিয়ে লক্ষ্যমাত্রা ছুড়তে হবে বাংলাদেশকে।
শ্রীলঙ্কা আজ প্রথম সেশনে ৪ উইকেট হারায়। যদিও তাদের লিড ততক্ষণে ১০০ ছাড়িয়েছে। শেষপর্যন্ত ২১১ রানের লিড নিয়ে থামে দলটি। তাইজুলের শিকার হয়ে ফিরেছেন লঙ্কানদের ৫ ব্যাটার। পাথুম নিশাঙ্কার উইকেট নিয়ে দিন শুরু করেছিলেন তিনি। এরপর ধনঞ্জয়া ডি সিলভা, থারুন্দু রাথানায়েকে ও আসিথা ফার্নান্দোর উইকেট নেন। গতকাল পেয়েছিলেন লাহিরু উদারার উইকেট।
তাইজুলের পাশাপাশি নাঈম হাসান শিকার করেছেন ৩ উইকেট। ১ টি উইকেট নিয়েছেন নাহিদ রানা।
আজ লঙ্কানদের পক্ষে সবচেয়ে ভয়ংকর হয়ে উঠছিলেন কুশল মেন্ডিস। ফিফটি ছাড়িয়ে সেঞ্চুরির পথে ছিলেন তিনি। তবে ব্যক্তিগত ৮৪ রানে রানআউটের শিকার হয়ে প্যাভিলিয়নের পথ ধরতে হয় তাকে। শেষপর্যন্ত দ্বিতীয় সেশন চলাকালীন সময়েই অলআউট হয় শ্রীলঙ্কা।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত, বিনা উইকেটে ৬ ওভার ব্যাট করে ৩০ রান সংগ্রহ করেছে বাংলাদেশ।
এমএইচ//