অবরুদ্ধ পুলিশ সদস্যদের হেলিকপ্টার দিয়ে উদ্ধার করলো র্যাব
কোটা সংস্কারের দাবিতে দেশব্যাপি শাটডাউন কর্মসূচি চলছে। এ কর্মসূচির মধ্যে রাজধানীতে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষের সময় রাজধানীর কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনে ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় কিছু পুলিশ সদস্য ওই বিশ্ববিদ্যালয়ের ভবনে আটকা পড়েন। পরে ভবনের ছাদ থেকে ৬২ পুলিশ সদস্যকে হেলিকপ্টারের মধ্যমে উদ্ধার করে র্যাব।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ওই ভবনে আটকা পড়েন।
প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরের দিকে সংঘর্ষের ঘটনা ঘটলে পুলিশ কানাডিয়ান ইউনিভার্সিটির ভবনে আশ্রয় নেয়। পরে পুলিশ ভবনের ভেতর থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে টিয়ারশেল নিক্ষেপ করলে শিক্ষার্থীরা জড়ো হয়ে ভবনটিতে ভাঙচুর করেন
এ ঘটনার প্রায় সাড়ে তিন ঘণ্টা পর্যন্ত পুলিশ সেখানে আটকে ছিলেন। পরে র্যাবের হ্যালিকপ্টার এসে তাদের উদ্ধার করে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, ছাদের ওপর একটি হেলিকপ্টার উড়ে আসে। পরে একে একে লাইন দিয়ে পুলিশ সদস্যরা হেলিকপ্টারে উঠে পড়েন।
বর্তমানে শিক্ষার্থীরা কানাডিয়ান ইউনিভার্সিটি ভবনসহ বাড্ডা-রামপুরা রোডে অবস্থান করছেন। অন্যদিকে মধ্য বাড্ডা ও রামপুরা টিভি সেন্টারের সামনে পুলিশ অবস্থান নিয়েছে।
আই/এ