ভুটানকে ২ হালি গোল দিয়ে ফাইনালে বাংলাদেশ
নারী সাফ চ্যাম্পিয়নশিপে আরও একবার গোল উৎসব করলো বাংলাদেশ নারী ফুটবল দল। সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে উড়িয়ে দিয়ে ফাইনালে উঠে গেছে বাঘিনীরা।
আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) নেপালের রাজধানী কাঠমান্ডুতে টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে ভুটানের বিপক্ষে জিতবে এমন আত্মবিশ্বাস ছিল বাংলাদেশের মেয়েদের।
ম্যাচের প্রথমার্ধে এক হালি ও দ্বিতীয়ার্ধে আরও এক হালি গোলের মাধ্যমে ৮ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা খাতুন, কৃষ্ণা রানী সরকার, ঋতুপর্ণা চাকমারা। এতে ২০১৬ সালের পর দ্বিতীয়বারের মতো সাফের ফাইনালে উঠলো বাংলাদেশ নারী দল।
বাংলাদেশের পক্ষে স্বপ্না মিনিটে প্রথম গোলটি করেন। সাবিনা খাতুন ১৮ মিনিটে দ্বিতীয় গোল করেন। এছাড়াও সাবিনা ৫৩ মিনিটে পঞ্চম ও ৯০ মিনিটে অষ্টম গোলটি করেন। এছাড়াও কৃষ্ণারানি ৩০ মিনিটে তৃতীয়, ঋতু পর্ণা চাকমা ৩৫ মিনিটে চতুর্থ, মাসুরা পারভিন ৫৬ মিনিটে ষষ্ঠ এবং তহুরা খাতুন ৮৭ মিনিটে সপ্তম গোল করেন।
পুরো ম্যাচে বাংলাদেশের মেয়েরা প্রাধান্য নিয়ে দাপুটে ফুটবলই খেলেছে।