জাতীয়

সহিংসতার ঘটনায় সারা দেশে গ্রেপ্তার ২৭৪৭ জন

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সারা দেশে ঘটা সহিংসতার ঘটনায় এখন পর্যন্ত ২৭৪৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। জড়িতদের গ্রেপ্তারে এখনও দেশজুড়ে সাঁড়াশি অভিযান চলাচ্ছে র‍্যাব-ডিবিসহ পুলিশের বিভিন্ন ইউনিট। এসব ঘটনায় দেশের বিভিন্ন থানায় ১৫৯ টি মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বেশিরভাগই বিএনপি ও জামায়াতের নেতাকর্মী।

বুধবার (২৪ জুলাই) ঢাকা মহানগরে ৩৮  মামলায় ১ হাজার ১১৭ জনকে। এছাড়াও ঢাকার বাইরে আরও অন্তত ১২১টি মামলায় ১ হাজার ৬৩০ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা যায়, যেসব এলাকায় সহিংসতার ঘটনা ঘটেছে তার আশেপাশের এলাকাসহ অলিগলি, এমনকি বাড়ি বাড়ি যাচ্ছে পুলিশ। সন্দেহ হলে মোবাইল ফোন যাচাই করা হচ্ছে। হত্যাকাণ্ড বা নাশকতায় সম্পৃক্ততার কোনো আলামত পেলেই আটক করা হচ্ছে।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রধান  হারুন অর রশীদ জানান, এ পর্যন্ত ১৫০ জনকে গ্রেপ্তার করেছে ডিবি। এদের মধ্যে বিএনপি নেতা সুলতান সালাউদ্দিন টুকু, রফিকুল আলম, মিয়া গোলাম পরওয়ার, আমীর খসরু মাহমুদ চৌধুরী, আমিনুল হক ও জহির উদ্দিন স্বপন বর্তমানে ডিবির রিমান্ডে রয়েছেন।

তিনি জানান, ঢাকার বিভিন্ন স্থানে নাশকতা চালানো বেশির ভাগই বাইরে থেকে এসেছিল। তারা কিছুদিন আগে এসে বিভিন্ন এলাকার বাসা ও মেসে ওঠে। পরে একটি মহলের নির্দেশনা অনুযায়ী সুযোগ বুঝে নাশকতা চালায়।

এদিকে চলমান অভিযানে নিরপরাধ লোকজনকেও গ্রেপ্তার করা হচ্ছে বলে অভিযোগ করছে বিএনপি। তাদের দাবি, ঢালাওভাবে দলটির নেতাকর্মীকে গ্রেপ্তার করা হচ্ছে।

এ বিষয়ে ডিবি প্রধান জানান, যারা হত্যা-নাশকতায় জড়িত ছিল না, এমন কাউকে হয়রানি করা হচ্ছে না।তাদের গোয়েন্দা নজরদারি ছিল বলেই দ্রুত জড়িতদের গ্রেপ্তার করা সম্ভব হয়েছে। তারা এরই মধ্যে মুখ খুলতে শুরু করেছে।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন