বাংলাদেশ

কারফিউ শিথিল অবস্থায় চলবে দূরপাল্লার বাস

কারফিউ শিথিল থাকাকালীন সারা দেশে দূরপাল্লার বাস চলবে। এছাড়া অভ্যন্তরীণ রুটের বাসগুলো কারফিউ নিয়ম মেনে চলতে পারবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন মালিক সমিতি।

বুধবার (২৪ জুলাই) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত কারফিউ শিথিল থাকাকালীন  অবস্থায় দূরপাল্লার বাস চলবে বলে জানিয়েছেন মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্যাহ।

সরেজমিনে দেখা যায়,  অফিস-আদালত শুরু হওয়ায় বেলা বাড়ার সাথে সাথে  সড়কে নামে কর্মব্যস্ত মানুষের ঢল। এসময়ে রাস্তায় গণপরিবহন কম থাকায়, অফিসগামী মানুষ পায়ে হেটেই গন্তব্যের উদ্দেশ্যে যাত্রা করে। যে্সব গণপরিবহনও চোখে পড়ছিল তাতে দেখা যায় অফিগামী মানুষের উপচে পড়া ভীড়।

গণপরিবহন কম থাকলেও সড়কে  ব্যক্তিগত গাড়ির সংখ্যা ছিল প্রচুর। এছাড়া সিগন্যাল অতিক্রম করতে পার করতে হয়েছে লম্বা সময়। রাজধানীর মোহাম্মাদপুর বাস স্ট্যান্ড, আসাদ গেট, খামার বাড়ি, মোড়ে দেখা যায় যানবাহনের দীর্ঘ সারি। এছাড়া মালিবাগ ও লাভরোড পয়েন্টেও ছিল একই অবস্থা।

এদিকে যাত্রীবাহী ট্রেন চালু হওয়ার বিষয়ে রেলের পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত জিএম আহমেদ হোসেন মাসুম জানান, মালবাহী ও তেলবাহী ট্রেন চালু আছে। আন্তঃনগরসহ যাত্রীবাহী ট্রেন চলাচলের বিষয়ে আজ সিদ্ধান্ত নেয়া হবে।

প্রসঙ্গত, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গেলো ১৯ জুলাই রাত থেকে কারফিউ জারি করে। পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন