আর্কাইভ থেকে বাংলাদেশ

টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দল ঘোষণা

এশিয়া কাপ ক্রিকেটে শ্রীলঙ্কাই করেছে বাজিমাত। তাই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খুশ মেজাজেই আছে শ্রীলঙ্কা। ধারাবাহিকতায় শ্রেষ্ঠত্ব ধরে রাখতে সচেষ্ট থাকবে দলটি।

অন্য দেশগুলো ১৫ সেপ্টেম্বরের মধ্যে দল ঘোষণা করলেও নির্ধারিত সময়ের একদিন পর আজ শুক্রবার (১৬ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড।

নিয়মিত সকল খেলোয়াড়ের পাশাপাশি ইনজুরি কাটিয়ে বিশ্বকাপ দলে ফিরেছেন তারকা পেসার দুষ্মন্ত চামিরা। এছাড়া আছেন লাহেরু কুমারা।

বাংলাদেশে অনুষ্ঠিত ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল শ্রীলঙ্কা।

টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কা দল

দাসুন শানাকা (অধিনায়ক), দানুশকা গুনাতিলাকা, পাতুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, চারিত আসালাঙ্কা, ভানুকা রাজাপক্ষে, ধনঞ্জয়া ডি সিলভা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহীশ তিকসানা, জেফরি ভ্যান্ডারসাই, চামিকা করুনারত্নে, দুষ্মন্ত চামিরা (ফিট হয়ে ওঠা সাপেক্ষে), লাহিরু কুমারা (ফিট হয়ে ওঠা সাপেক্ষে), দিলশান মাদুশাঙ্কা, প্রমোদ মাদুশান।

স্ট্যান্ডবাই

আশেন বান্দারা, প্রবীণ জয়াবিক্রমা, দীনেশ চান্ডিমাল, বিনুরা ফার্নান্ডো, নুয়ানিদু ফার্নান্ডো।

এ সম্পর্কিত আরও পড়ুন