জাতীয়

অল্প সময়ে আমরা সব নিয়ন্ত্রণ করতে পেরেছি: সেনাপ্রধান

দেশের কিছু স্থানে বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। মূল সমস্যা ছিল ঢাকায়। দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। অল্প সময়ে আমরা সব নিয়ন্ত্রণ করতে পেরেছি। বর্তমানে সড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। বলেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

বুধবার (২৪ জুলাই) শেরপুর শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতি স্টেডিয়ামে স্থাপিত সেনা ক্যাম্প পরিদর্শন শেষে এসব কথা বলেন সেনাপ্রধান।

সেনাবাহিনী প্রধান বলেন, ঢাকা থেকে শেরপুর আসার পথে সড়কে যানবাহনসহ মানুষের চলাচল স্বাভাবিক দেখেছি। বাংলাদেশ সেনাবাহিনী অল্প সময়ের মধ্যেই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসতে পেরেছে।

সেনা সদস্যদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের পরিস্থিতি স্বাভাবিক হয়ে এসেছে। আমাদের হয়ত আর অল্প কিছু দিন থাকতে হবে।

এর আগে সেনাপ্রধানকে বহনকারী হেলিকপ্টার শেরপুর শহীদ স্মৃতি স্টেডিয়ামে অবতরণ করে। সেখানে সেনা সদস্যদের সালাম গ্রহণ করেন জেনারেল ওয়াকার-উজ-জামান।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের মধ্যে দুর্বৃত্তরা রাজধানীসহ সারা দেশে বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় সম্পদের ওপর হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে। হামলা থেকে রেহাই পায়নি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও।

এএম/

এ সম্পর্কিত আরও পড়ুন