মালয়েশিয়ার সামনে ১৯২ রানের লক্ষ্যমাত্রা
এশিয়া কাপের সেমিফাইনালে উঠতে হলে বাংলাদেশকে জিততেই হবে। এমন এক সমীকরণ সামনে নিয়ে মালয়েশিয়ার মুখোমুখি হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। শ্রীলঙ্কার ডাম্বুলায় আজ (বুধবার) দুপুর আড়াইটায় শুরু হয়েছে ম্যাচটি। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৯১ রান সংগ্রহ করে।
মালয়েশিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে নেমে শুরুটা বেশ ভালোই করে বাংলাদেশ দল। ডাম্বুলায় ব্যাট করার সিদ্ধান্ত জ্যোতিদের পক্ষে যায়। রান রেটের হিসাব-নিকাশ রাখাও যেখানে জরুরি, সেখানে বড় রান করার ভাবনা ছিল বাংলাদেশের।
দিলারা আক্তার ও মুর্শিদা খাতুনের উদ্বোধনী জুটিতে আসে ৬৫ রান। অষ্টম ওভার খেলা যখন চলছে তখন ২০ বলে ৩০ রান করে বিদায় নেন দিলারা। মুর্শিদা ছুটছিলেন বড় কিছুর পানে। এবার তিনে নামা জ্যোতির সাথে মুর্শিদার জুটি গড়ে ওঠে।
ফিফটির দেখাও পেয়ে যান মুর্শিদা। এক সময় শত রানের কোটা পূরণ করে নিবেন তিনি, এমনই মনে হচ্ছিল। তবে এলসা হান্টারের ডেলিভারিতে ক্যাচ তুলে দিয়ে ৫৯ বলে ৮০ রান করে ফিরতে হয় এই ওপেনারকে। এতে মুর্শিদা ও জ্যোতির ৮৯ (৫৬) রানের জুটি ভেঙে যায়।
জ্যোতি ছিলেন ইনিংসের শেষ পর্যন্ত। বাংলাদেশি অধিনায়কের ব্যাটেও আসে ফিফটি। এই ব্যাটার অপরাজিত ছিলেন ৩৭ বলে ৬২ রান করে। অন্যপ্রান্তে রুমানা আহমেদ ৪ বলে ৬ রান করে অপরাজিত ছিলেন।
এম/এইচ