আমিরাতে ৫৭ বাংলাদেশির সাজা, ‘বিচারের নামে প্রহসন’ বললো এইচআরডব্লিউ
সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন শহরে বাংলাদেশের কোটা সংস্কার আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন ও দাঙ্গা সৃষ্টির অভিযোগে ৫৭ জন বাংলাদেশিকে কারাদণ্ডের নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।
বৃহস্পতিবার (২৫ জুলাই) সংস্থাটির এক বিবৃতিতে আদালতের এই রায়কে ‘বিচারের নামে প্রহসন’ বলে উল্লেখ করা হয়েছে। বিবৃতিতে সংস্থাটির আমিরাত বিষয়ক গবেষক জোয়ে শিয়া বলেন, ‘এই রায় অপমানজনক এবং বিচার প্রক্রিয়া ছিল অস্বাভাবিক রকমের দ্রুত। অভিযুক্তদের গ্রেপ্তারের পর মাত্র ৪৮ ঘণ্টার মধ্যে তদন্ত করে রায় দেয়া হয়েছে এবং অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়নি। এইচআরডব্লিউ এই বিচার প্রক্রিয়ার ন্যায্যতা ও সঠিকতা নিয়ে উদ্বিগ্ন।
প্রসঙ্গত, বাংলাদেশে কোটাবিরোধী আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে গত রোববার সংযুক্ত আরব আমিরাতের রাজধা্নী আবুধাবিসহ বিভিন্ন শহরের সড়কে বিক্ষোভ কর্মসূচির ডাক দেন দেশটিতে বসবাসরত বাংলাদেশিরা। ওই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করার অভিযোগে বিভিন্ন শহর থেকে মোট ৫৭ জন বাংলাদেশিকে গ্রেপ্তার করে আবুধাবি পুলিশ। গ্রেপ্তারের পর আবুধাবির একটি আদালতে তাদের হাজির করা হয়।
সোমবার ওই আদালত ৫৩ বাংলাদেশিকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়ে রায় ঘোষণা করেন। রায়ে ৫৭ জনের মধ্যে ৩ জনকে যাবজ্জীবন, একজনকে ১১ বছর ও অন্যদের প্রত্যেককে ১০ বছর করে কারাদণ্ড দেন।
এমআর//