আর্কাইভ থেকে বাংলাদেশ

বেশি দামে সার বিক্রি, ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি করায় এক ডিলারকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

শনিবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা আমতলী বাজারে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ এইচ ইরফান উদ্দিন আহমেদ।

তিনি বলেন, অতিরিক্ত মূল্যে সার বিক্রি, সারের হালনাগাদ মূল্য তালিকা না দেখানো, ক্রেতার কাছে থেকে বেশি টাকা নিয়ে কম টাকার রশিদ দেয়া এবং কোনো কোনো ক্ষেত্রে মূল্য রশিদ না দিয়েই সার বিক্রির অপরাধে আমতলী বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় আবু তাহের ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. আবু  তাহেরকে জরিমানা করা হয়।

কেএস 

এ সম্পর্কিত আরও পড়ুন