ছোট স্ত্রীকে সমর্থন দিয়ে বড় স্ত্রীকে তালাক
রাজশাহী জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত নারী সদস্য পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দুই সতীন। ইতোমধ্যে নির্বাচনে দ্বিতীয় স্ত্রীকে সমর্থন দিয়েছেন বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক। অন্যদিকে অবাধ্য হওয়ায় প্রথম স্ত্রীকে তালাকের নোটিশও পাঠিয়েছেন তিনি।
গেলো বৃহস্পতিবার বড় স্ত্রী নাছিমা বেগম মনোনয়ন জমা দেন। তার দাবি, স্থানীয় সংসদ সদস্যের অনুমতি নিয়েই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন তিনি। এর আগে স্বামীকে নিয়ে মনোনয়পত্র জমা দেন ছোট বউ ফিরোজা খাতুন।
তিনি বলেন, আমার স্বামীর অনুমতি ও স্থানীয় ইউনিয়নের সব সদস্যদের সমর্থনে নির্বাচনে দাঁড়িয়েছি।
এদিকে নিষেধ করার পরও নির্বাচনের মনোনয়ন সংগ্রহ করায় গত মঙ্গলবার বড় স্ত্রী নাছিমা বেগমকে তালাকের নোটিশ পাঠিয়েছেন মাড়িয়া ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল হক। এ কারণে তাদের ৩২ বছরের সংসার ভাঙতে যাচ্ছে। রেজাউল হক বলেন, সে আমার অবাধ্য। অনৈতিকভাবে চলাফেরা করছে সে। এ কারণে আমি তাকে তালাক দেব, নোটিশ পাঠিয়েছি।
স্থানীয়রা জানান, আসছে জেলা পরিষদ নির্বাচনে অংশ নিতে ২ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্যের মনোনয়ন সংগ্রহ করেছেন নাছিমা বেগম ও ফিরোজা খাতুন। এলাকায় নিজেদের সমর্থনে গণসংযোগও করছেন তারা।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর রাজশাহী জেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ হবে। নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, সংরক্ষিত নারী সদস্য পদে ১৮ জন ও সাধারণ সদস্য পদে ৩৯ জন মনোনয়ন জমা দিয়েছেন।
মেঘ