সেমিফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ
বাংলাদেশের সামনে এশিয়া কাপের ফাইনালে ওঠার হাতছানি। ভারতীয় নারী দলের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের মেয়েরা। বাংলাদেশ একাদশে ফিরেছেন পেসার মারুফা আক্তার।
বুধবার (২৪ জুলাই) মালয়েশিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বড় ব্যবধানে জয় পায় বাংলাদেশ। এই জয়ের মধ্য দিয়েই সেমিফাইনাল নিশ্চিত করে নিগার সুলতানা জ্যোতির দল। বাংলাদেশের গ্রুপ থেকে শ্রীলঙ্কা প্রতিটি ম্যাচ জিতে আগেই সেমিতে উঠে যায়। বাংলাদেশের সাথে থাইল্যান্ডের মেয়েদের একটি লড়াই ছিল। যেখানে জয়-পরাজয় ছাড়াও নেট রান রেটের কিছু হিসাব-নিকাশ দেখা দেয়।
তবে মালয়েশিয়াকে ১১৪ রানের ব্যবধানে হারিয়ে দিয়ে নেট রান রেটে বড় লাফ দেয় বাংলাদেশ। তখনই তাদের প্রতিপক্ষ হিসেবে ভারতের নাম নিশ্চিত হয়ে যায়। এশিয়া কাপে এখন পর্যন্ত সবচেয়ে সফল দল ভারত। যারা ৯ আসরের মধ্যে ৮ আসরেই চ্যাম্পিয়ন হয়েছে। কিছুদিন আগে ভারতীয় দলের বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল জ্যোতিরা। এই দলের বিপক্ষে টাইগ্রেসদের লড়াই এবারও সহজ কিছু হবে না।
এম এইচ//