বাংলাদেশ

পুলিশি নিরাপত্তায় বায়তুল মোকাররমে জুমার নামাজ অনুষ্ঠিত

কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে জুমার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ ও ঢাকার বর্তমান পরিস্থিতির কারণে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুক্রবার (২৬ জুলাই) জুমার নামাজকে ঘিরে দুপুরের দিকে সচিবালয় মেট্রোরেল স্টেশনের নিচে সেনাবাহিনীর সদস্যদের দেখা যায়। এছাড়াও পল্টন মোড়ে পুলিশ সদস্যদের উপস্থিতি লক্ষ করা যায়। সেনাবাহিনী ও পুলিশ ছাড়াও বিজিবি সদস্যদেরও টহল দিতে দেখা যায় মসজিদ এলাকায়। এমতাবস্থায় মসজিদে দেড়টার দিকে নামাজ শুরু হয়।

বায়তুল মোকাররমে নিরাপত্তা ব্যবস্থা প্রসঙ্গে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার (অপারেশন) বিপ্লব কুমার সরকার গণমাধ্যমকে বলেন, 'কোটা সংস্কার আন্দোলনের আড়ালে সহিংসতা ঘটিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। আজ বায়তুল মোকাররমসহ বিভিন্ন স্থানে বিক্ষোভের আশঙ্কা রয়েছে। সতর্কতা হিসেবে বায়তুল মোকাররমকে ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।'

কোটা সংস্কার আন্দোলন ঘিরে এখন সারা দেশে কারফিউ জারি আছে। আজ ঢাকায় সকাল ৮ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত কারফিউ শিথিল থাকবে।

 

এম এইচ//

এ সম্পর্কিত আরও পড়ুন