বাংলাদেশ

নেতানিয়াহুকে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেপ্তার করা উচিত: হামাস

ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে গ্রেপ্তারের দাবি করেছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। সংগঠনটি এক বিবৃতিতে নেতানিয়াহুকে আমেরিকান কংগ্রেসে ভাষণ দেয়ার সুযোগেরও নিন্দা করে। বৃহস্পতিবার (২৫ জুলাই) বার্তাসংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।

বিবৃতিতে সংগঠনটি বলেছে, ‘বিশ্বের সামনে নিজের ভাবমূর্তি উজ্জ্বল করার সুযোগ দেওয়ার পরিবর্তে এবং গাজায় গণহত্যা ও জাতিগত নিধনযজ্ঞ ঢেকে দেওয়ার জন্য প্ল্যাটফর্ম দেওয়ার পরিবর্তে নেতানিয়াহুকে একজন যুদ্ধাপরাধী হিসাবে গ্রেপ্তার করা উচিত ছিল এবং তাকে আইসিসি (আন্তর্জাতিক অপরাধ আদালত) এর কাছে হস্তান্তর করা উচিত ছিল।’

গেলো বুধবার মার্কিন কংগ্রেসে একটি বক্তৃতা দিয়েছেন নেতানিয়াহু।  তার সেই ভাষণের সময় হাউস অব রিপ্রেজেন্টেটিভস এবং সিনেটের প্রায় অর্ধেক ডেমোক্র্যাটিক আইনপ্রণেতা গাজা উপত্যকায় ইসরাইল আগ্রাসন এবং অপরাধের প্রতিবাদে ওয়াক আউট করেছিলেন।

উল্লেখ্য, ফিলিস্তিনে গাজা ভূখণ্ডে ইসরাইলের ৯ মাস ধরে বিরতিহীন হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছেন প্রায় ৩৯ হাজারেরও বেশি মানুষ। এই বর্বর আগ্রাসনের জেরে বিশ্বজুড়ে ইসরাইলের বিরুদ্ধে উঠেছে গণহত্যার অভিযোগ এবং তাদের বিরুদ্ধে বাড়ছে ক্ষোভ।

ইসরাইলি আগ্রাসনের কারণে প্রায় ২০ লাখেরও বেশি বাসিন্দা তাদের বাড়িঘর ছাড়তে বাধ্য হয়েছেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে। ইসরাইল ইতোমধ্যেই আন্তর্জাতিক বিচার আদালতে গণহত্যার অভিযোগে অভিযুক্ত হয়েছে।

জেডএস/

এ সম্পর্কিত আরও পড়ুন