রেলিং ভেঙে বাস নদীতে, নিহত ৬
ভারতের ঝাড়খণ্ডে ৫০ জন যাত্রী নিয়ে একটি বাস ব্রিজ থেকে পড়ে ছয়জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন।
শনিবার (১৭ সেপ্টেম্বর) ঝাড়খণ্ডের হজারিবাগে এ বাস দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছি হজারিবাগের পুলিশ সুপার মনোজরতন চোথে। ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজার পত্রিকা থেকে এ তথ্য নিশ্চিত জানা যায়।
পুলিশ সুপার মনোজরতন চোথে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গিরিডি থেকে রাঁচী ফেরার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০ জন যাত্রী নিয়ে সিওয়ান নদীর রেলিং ভেঙে নীচে পড়ে যায় একটি বাস। বাসটি যে জায়গায় পড়েছে সেখানে নদীতে পানি ছিলো না। উদ্ধারকারী দল এসে দু’টি মৃতদেহ উদ্ধার করে। আহতদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে আরও চারজনের মৃত্যু হয়। এখনও সবাইকে উদ্ধার করা সম্ভব হয়নি। যুদ্ধকালীন তৎপরতায় চলছে উদ্ধারকাজ। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা।
তিনি আরও জানান, উদ্ধারকাজ চলছে। নদীতে পানি না থাকায় হতাহতের সংখ্যা আরও বাড়তো বলে ধারণা করা হচ্ছে।
তাসনিয়া রহমান