ধেয়ে আসছে শক্তিশালী ‘নানমাদোল’
জাপানে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড় ‘নানমাদোল’। যার আঘাতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কায় ব্যাপক সতর্কতা জারি করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৭ সেপ্টেম্বর) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার দেয়া এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
এতে বলা হয়, ঘূর্ণিঝড়ের আঘাত থেকে বাঁচতে সতর্কতা জারি করেছে জাপানের আবহাওয়া অফিস। প্রায় ২০ লাখ মানুষকে নিরাপদে আশ্রয় নেয়ার নির্দেশ দেয়া হয়েছে।
রোববার (১৮ সেপ্টেম্বর) টাইফুন নানমাদোল কিউসু দ্বীপের কাগোসিমা অঞ্চল দিয়ে ভূখণ্ডে উঠে আসতে পারে। ওই সময়ে বাতাসের গতিবেগ ঘণ্টায় ২৭০ কিলোমিটার পর্যন্ত উঠে যেতে পারে এবং ২৪ ঘণ্টায় ৫০০ মিলিমিটার (২০ ইঞ্চি) পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। সেইসঙ্গে আকস্মিক বন্যা এবং ভূমিধসের আশঙ্কাও প্রকাশ করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
জাপানের আবহাওয়া অফিসের পূর্বাভাস বিভাগের প্রধান রিয়ুতা কুরোরা বলেন, নানমাদোল ‘মারাত্মক ঘূর্ণিঝড়’। ব্যাপক ঝড়, জলোচ্ছাস, ঢেউয়ের পাশাপাশি রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা প্রয়োজন।
তাসনিয়া রহমান