গাজায় ৪ দিনে বাস্তুচ্যুত প্রায় ২ লাখ
গাজার খান ইউনিস শহরে ইসরাইলের অভিযান শুরুর পর গেলো চার দিনে বাস্তুচ্যুত হয়েছে ১ লাখ ৮২ হাজারেরও বেশি মানুষ। শুক্রবার ( ২৬ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য জানায় জাতিসংঘের মানবাধিকার সংস্থা ইউএনওসিএইচএ। খবর- আলজাজিরা
বিবৃতিতে বলা হয়েছে, খান ইউনিসে ইসরাইলি বাহিনীর অভিযানের জেরে গেলো সোমবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত চার দিনে খান ইউনিসের পূর্ব ও মধ্যাঞ্চলে ১ লাখ ৮২ হাজারেরও বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন।
উল্লেখ্য, ইসরাইলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) খান ইউনিসে অভিযানের জন্য গেলো সোমবার সেখানে বসবাসরত ফিলিস্তিনিদের বাড়িঘর ও এলাকা ত্যাগের নির্দেশ দেয়।
নির্দেশে বলা হয়, যদি শহরের পূর্ব ও মধ্যাঞ্চলের লোকজন নির্দিষ্ট সময়সীমার মধ্যে এলাকা ত্যাগ না করেন, তাহলে সেই অবস্থাতেই অভিযান শুরু করবে ইসরাইলি সেনারা।
এনএস/