আর্কাইভ থেকে বাংলাদেশ

বিদেশি ঋণ বুঝেশুনে নিতে হবে : পরিকল্পনামন্ত্রী

বিদেশি ঋণ নিয়ে কোনো ভয় নেই। যেকোনো দেশের উন্নয়নে ঋণ নিতে হয়, এর কোনো বিকল্প নেই। তবে এ ঋণ বুঝেশুনে নিতে হবে, যাতে উৎপাদন প্রক্রিয়ায় সঠিকভাবে কাজে লাগে। বললেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

রোববার (১৮ সেপ্টেম্বর) রাজধানীর শেরে বাংলা নগরে জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সম্মেলন কক্ষে ‘সুশাসন নিশ্চিতকরণে বৈদেশিক ঋণ ব্যবস্থাপনা’ শীর্ষক সেমিনার শেষে এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, পাকিস্তান আমলে আমরা ঋণের অংশীদার ছিলাম। স্বাধীনতার পরও দেশের উন্নয়নে ঋণ নেয়া হচ্ছে। বিদেশে ঋণ দেশের উন্নয়নে কেন্দ্রীয় ভূমিকা পালন করছে। তবে বিদেশি ঋণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে।

অনেকে বিদেশি ঋণ নিতে গেলে ভয় দেখান, যা ঠিক নয়। কোনো প্রকল্প হাতে নেয়ার আগে স্টাডি করা হয়। আর সেগুলো অনুমোদনের সময় বিদেশি ঋণের বিষয়টি প্রধানমন্ত্রী শেখ হাসিনা অত্যন্ত সতর্কভাবে দেখেন।

তিনি আরও বলেন, বিদেশি ঋণের ক্ষেত্রে বাংলাদেশ ভালো অবস্থানে আছে। ঋণ নেয়ার ক্ষেত্রে আমরা যথেষ্ট যাচাইবাছাই করি। আর প্লানিং কমিশন এখন অনেক শক্তিশালী। আপদকালীন সময়ে এ কমিশন ভালোভাবে কাজ করে যাচ্ছে।

কেএস

এ সম্পর্কিত আরও পড়ুন