দেশজুড়ে

বাবা-ছেলেসহ সড়কে ঝরলো ৩ প্রাণ

রংপুরের পীরগঞ্জে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ৩০ জন। নিহতরা হলেন ফারুক হোসেন (৩৬) ও তার আড়াই বছর বয়সী ছেলে ইশরাত। অপর দুর্ঘটনায় নিহত মোটরসাইকেল আরোহী হলেন শাহাজাদী বেগম (৩৫)।

শনিবার (২৭ জুলাই) পীরগঞ্জ উপজেলার বিশমাইল এলাকা ও  খালাশপীর-নবাবগঞ্জ সড়কে দুর্ঘটনা দুটি ঘটে বলে গণমাধ্যমকে নিশ্চিত করেছেন পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম।

পুলিশ জানায়, সকাল সোয়া ১০টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের বিশমাইল নামক স্থানে ঢাকাগামী বাস অপু ক্লাসিক পরিবহনের সঙ্গে রংপুরগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগের ডান দিক দুমড়ে মুচড়ে গিয়ে হতাহতের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই বাবা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও স্থানীয়রা আহতের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে।

অপর এক দুর্ঘটনায় খালাশপীর-নবাবগঞ্জ সড়কে টুকুরিয়ার মোনাইল নামকস্থানে মালবাহী একটি ট্রাকের ধাক্কায় শাহাজাদী বেগম (৩৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের  স্বামী ও মোটরসাইকেল চালক মোনাজ্জল মাস্টার এবং তার শিশু সন্তান আহত হন।

আই/এ

এ সম্পর্কিত আরও পড়ুন