অর্থনীতি

মঙ্গলবার পর্যন্ত চেক ক্লিয়ারিংয়ের নতুন সময়সূচি জানালো বাংলাদেশ ব্যাংক

কারফিউ শিথিল অবস্থায় ২৮, ২৯ ও ৩০ জুলাই (রবি, সোমবার ও মঙ্গলবার)  চেক ক্লিয়ারিং হাউজের জন্য নতুন সময়সূচি নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক।

রোববার (২৮ জুলাই) বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি নির্দেশনা দেইয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী,বিএসিএইচ-এর মাধ্যমে পাঠানো হাই ভ্যালু চেক (৫ লাখ টাকার বেশি) ক্লিয়ারিংয়ের জন্য বেলা ১২টার মধ্যে পাঠাতে হবে। এগুলো বেলা ২টা ১৫ মিনিটের মধ্যে নিষ্পত্তি হবে। আর যেকোনো রেগুলার ভ্যালুর চেক বেলা সাড়ে ১২টার মধ্যে ক্লিয়ারিং হাউজে পাঠাতে হবে। এসব চেক বেলা ২টা ৪৫ মিনিটের মধ্যে নিষ্পত্তি হ‌বে।

এছাড়া আরটিজিএস-এর গ্রাহক লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ২টা ৪৫ মিনিট পর্যন্ত। আর আন্তঃব্যাংক ট্রান্সফার চলবে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত। পাশাপাশি বাংলাদেশ ইলেকট্রনিক ফান্ডস  ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সেবা আগের নিয়মে চলবে বলে নির্দেশনায় বলা হয়।

আই/এ

 

এ সম্পর্কিত আরও পড়ুন