আমিরাতে মিউজিক ভিশনের সপ্তম বর্ষপূর্তি অনুষ্ঠিত
সংযুক্ত আরব আমিরাতের শারজায় মিউজিক ভিশনের সপ্তম বর্ষপূর্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।
গেলো শনিবার (১৭সেপ্টেম্বর) এ অনুষ্ঠান হয়।
মিউজিক ভিশনের সভাপতি শবনম আক্তারের সভাপতিত্বে ও মামুন রেজার উপস্থাপনায়,এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রদুত মোহাম্মদ আবু জাফর, উনার সহধর্মিণী সালমা আহমেদ। কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, উনার সহধর্মিণী আবেদা হোসেন। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্ওসের আলি, হাজি শফিক,সাই নজরুল, নাসির উদ্দিন কাউসার, হাবিবুর রহমান হাবিব, ইমাম হোসেন জাহিদ, জাহাঙ্গীর আলম রূপু, মাহাবুবা সিদ্দিকা, মনি হোসেন, শামিমা নাসরিন, মাকসুদা খানম, সাবিনা সুলতানা, রবি ফায়সাল, জেরিন, মামুন রেজা, রোকসানা, সাইদ নিশাদ, রবি মুন্নী সহ আরো অনেকে। বাংলাদেশ থেকে আগত শিল্পী আরিফিন আকাশ ও প্রবাসী শিল্পী জাবেদ আহমেদ মাসুম সহ আরো অনেকে।