আর্কাইভ থেকে বাংলাদেশ

‘মির্জা ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া দরকার’

সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তান সরকার থেকে বর্তমান সরকার আরও নিকৃষ্ট, পাকিস্তান আমলে আর্থিক ও জীবনযাত্রার দিক থেকে  সবাই অনেক ভালো ছিল। 

তার এমন  বক্তব্যের পরিপ্রেক্ষিতে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ফখরুলের বিরুদ্ধে মামলা হওয়া দরকার।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে তথ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে 'বঙ্গবন্ধুর জন্মশতবর্ষে সংসদে ভাষণ' গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

এ সময় মন্ত্রী বলেন, বিএনপির সব কিছুতেই হতাশা। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, পাকিস্তানই ভালো ছিলো। বাংলাদেশ নিয়ে তো তাদের হতাশা।  তার এ বক্তব্যের পরিপ্রেক্ষিতে মামলা হওয়া দরকার।

প্রধানমন্ত্রীর ভারত সফর অত্যন্ত ফলপ্রসূ হয়েছে উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, এ বিষয়ে ভারতের রাষ্ট্রদূতও বলেছেন, এ সফর অত্যন্ত সফল হয়েছে। এটা বলাতে বিএনপি আরো হতাশ হয়েছেন।

এসি

এ সম্পর্কিত আরও পড়ুন