দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ: রিজভী
নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সহ-সভাপতি মাসুদুর রহমানকে না পেয়ে তার বাবা-মার ওপর ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা ন্যক্কারজনক হামলা চালিয়েছে। অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১৮ সেপ্টেম্বর) মাসুদুর রহমানের পরিবারের ওপর এই হামলা হয়।
সোমবার (১৯ সেপ্টেম্বর) উত্তরায় নস্ট্রাম হাসপাতালে মাসুদুর রহমানের আহত বাবা-মাকে দেখতে গিয়ে তিনি এসব কথা বলেন। এসময় তিনি চিকিৎসকদের কাছ থেকে তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন।
রিজভী বলেন, ছাত্রদল নেতার বাবা-মার ওপর হামলা সব নিষ্ঠুরতা ও মানবিকতাকে হার মানিয়েছে। সরকার দেশজুড়ে চরম নৈরাজ্য সৃষ্টি করে মানুষকে ভয় পাইয়ে দিতে চায়। কিন্তু তাদের দুঃশাসনের বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। জুলুম নির্যাতন করে তাদের শেষ রক্ষা হবে না।
হামলা-মামলা করে বিএনপিকে ভয় দেখানো যাবে না মন্তব্য করে এই নেতা বলেন, যেখানেই হামলা হবে, সেখানেই জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে। এই সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে জনগণ আজ ঐক্যবদ্ধ।
কেএস